আমরা আনন্দের সাথে সকলের অবগতির জন‍্য জানাচ্ছি যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ‍্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ এর ট্রাষ্টি বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী প্রফেসর ড.মোহাম্মদ রহমত উল্লাহ, ডীন, জীব বিজ্ঞান অনুষদ এবং প্রাক্তন প্রো-ভাইস চ‍্যান্সেলর,ইউডা- কে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর ভাইস – চ‍্যান্সেলর পদে নিয়োগ দিয়েছেন।

ধন‍্যবাদান্তে,

প্রফেসর ড.ইফ্ফাত কায়েস চৌধুরী

রেজিষ্ট্রার ইউডা

1 Comment

  1. প্রফেসর ড.মোহাম্মদ রহমত উল্লাহ স্যার কে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিশ্ববিদ্যালয় ইউডা’র জন্য প্রাণভরে শুভকামনা করছি ।

Leave a Comment