গত শনিবার ৩১ই ডিসেম্বর ২০২২ ইং তারিখে UODA এর সিএসই বিভাগের আয়োজনে Go Language এর উপর একটি ব্যবহারিক Workshop আয়োজিত হয়। 

আয়োজনের প্রধান বক্তা ছিলেন জাপানের Freee KK এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফতেকার আসিফ। 

ইফতেকার আসিফ

Workshop এর স্বাগত বক্তব্য পেশ করেন বিজ্ঞান বিভাগের সম্মানিত ডীন প্রো. ডঃ স্বপন কুমার দাস। 

এরপর Workshop এ Go Language এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয় এবং কম্পিউটারের মাধ্যমে তা ব্যবহারিকভাবে Workshop এ উপস্থিত ছাত্রদের দেখানো হয়। 

এছাড়াও জাপানের চাকরি এর আবেদন করতে কিভাবে সিভি লিখতে হয় তা নিয়েও তিনি আলোচনা করেন। 

পরিশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আশিক আল আজিজ।

Leave a Comment